কুড়িগ্রামে ব্যাংক প্রকল্পের বিনামূল্যে ভেড়া বিতরণ
উলিপুর কুুড়িগ্রামঃ মোবাশ্বের নেছারী
মোবাশ্বের নেছারী উলিপুর (কুুড়িগ্রাম) উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চল, রংপুর জোনের আয়োজনে ও গবাদি প্রাণী বিনিময় ব্যাংক (Cattle Exchange Bank) প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উদ্দীপন কাঁঠালবাড়ি শাখা অফিসে অসহায়, দরিদ্র, প্রবীণ ও প্রতিবন্ধী মহিলা-পরুষদের আয়বৃদ্ধির লক্ষে ২১ জন উপকারভোগীর মাঝে ৪২ টি ভেড়া বিতরণ করা হয়।
উদ্দীপন রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুল হক শামীম, চিলমারী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন, কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, কাঁঠালবাড়ি শাখার শাখা ব্যবস্থাপক সাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অডিটর আব্দুল আজিজ রংপুর।