কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি
রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম,
আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন,সুপার নিউমারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেড উন্নতী করণ, অর্জিত ছুটি প্রদান, এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল,শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহিভূর্ত দেও প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সজৃনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে কুড়িগ্রাম বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে সোমবার দিনভর কর্মবিরতি পালন করে। সোমবার সকাল থেকে সরকারী কলেজ সমূহে সমস্ত ক্লাস ও অফিসিয়াল কাজ কর্মবন্ধ রাখা হয়।
এ উপলক্ষ্যে কলেজ গেটে এক সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আতাউল হক খান চৌধুরী, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার সাহা, সহযোগী অধ্যাপক ড.আবুনুর মোঃ আনিসুজ্জামান সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ সাধারণ শিক্ষা সমিতির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য উপজেলা, জেলা ও অঞ্চলভিত্তিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডারদের নিয়োগ প্রদান, সাধারণ শিক্ষা ক্যাডারের তফসিলভূক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫১২টি পদ তফশীল বহির্ভূত করে নিয়োগবিধি চুড়ান্ত করা শিক্ষা ক্যাডারের অস্তিত্বের উপর আঘাত হানা হয়েছে।
কোন কারণ ছাড়াই গত দু’বছর ধরে ৭ হাজার শিক্ষা ক্যাডারে পদোন্নতি বন্ধ রাখা হয়েছে। এদের মধ্যে অধ্যাপক পদে ১২০০জন এবং সহযোগী অধ্যাপক পদে ৩হাজার জন ও সহকারি অধ্যাপক পদে ৩ হাজার জন পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। শিক্ষার মত গুরুত্বপূর্ণ একটি খাতে নানান অনিয়মের কারণে শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পরছে।