কুড়িগ্রামে বিদেশি মদসহ দুইজন আটক
রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম, কুড়িগ্রামের রাজিবপুরে একটি ঢাকাগামী বাস হতে ১০ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।আটক মাদককারবারিরা হলেন- উপজেলার ইজলামারী গ্রামের নুরুল আমিন (৩৪) ও গুচ্ছগ্রামের শিপন মিয়া (২৬)।
পুলিশ জানায়, রাজিবপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলা মোড়ে রৌমারী থেকে ঢাকাগামী বাস তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি নুরুল আমিন ও শিপন মিয়াকে আটক করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান। আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি।