কুড়িগ্রামে  অনলাইন গেমিং ও জুয়া আসক্তি  ১১৩ কিশোর আটক

কুড়িগ্রামে  অনলাইন গেমিং ও জুয়া আসক্তি  ১১৩ কিশোর আটক।
মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম,শীর্ষনিউজ২৪.কম
কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার কিশোরদের  অনলাইন গেমিং ও জুয়া আসক্ত ১১৩ জন কিশোরকে আটক করেছে পুলিশ।
আজ ৬জুলাই বৃহস্পতিবার পুলিশ ও সমাজ সেবা বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
ইদানীং সন্ধ্যার পর পড়াশুনা বাদ দিয়ে গ্রাম ও শহরের স্কুল কলেজ মাঠ চায়ের দোকান ব্রীজ, রাস্তার পাশে, অলিতে গলিতে অনলাইন নেতিবাচক গেমিং, লুডু, কেরামবোর্ড, ও জুয়ায় আসক্তি কিশোরদের উপস্হিতি লক্ষনীয়।  সচেতনমহল ও অভিভাবক গনের অনুরোধ, অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা পুলিশ ও সমাজসেবা বিভাগ এ মহতি অভিযান পনিচালনা করেন।
নেতিবাচক জুয়া আসক্তি কিশোর কার্যক্রমের বিরুদ্ধে প্রায়োগিক সচেতনতা সৃষ্টির লক্ষে সন্ধ্যার পর পুরো কুড়িগ্রাম জেলার স্কুল কলেজের ফাকা মাঠ ও অলিগলিতে টহল  অভিযান পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। তবে আটককৃত কিশোরদের পুনরায় বাবা মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে।জেলার বিভিন্ন পুলিশ ও যৌথ টহল দল।
 এরই পরিপেক্ষিতে কুড়িগ্রাম থানা টহল পার্টি ২১ জন, রাজারহাট থানার ৪২ জন, রাজিপুর থানা ১৭ জন, চিলমারী থানা ০৫ জন, ফুলবাড়ী থানা ১২ জন, উলিপুর থানা ০৪ জন, কচাকাটা থানা ০৬ জন, রৌমারী থানা ০৬ জনসহ মোট ১১৩ জন কিশোর ও তাদের সম্মানিত অভিভাবকদের থানায় ডেকে সচেতন করা হয় এবং প্রবেশন অফিসারের মাধ্যমে সকল কিশোরদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়।
সংশ্লিষ্ট থানায় উপস্থিত সকল সম্মানিত অভিভাবকবৃন্দ জেলা পুলিশের এই সচেতনতামূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সাথে পুনরায় এরকম কার্যক্রম পরিচালনার আবেদন  করেন ভুক্তভোগী অভিভাবকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *