কুড়িগ্রামের রৌমারীতে রাস্তার পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার ।
মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম,শীর্ষনিউজ২৪.কম:
- কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের মালিকানাধীন চাতালের সামন সড়কের পাশ থেকে আজেমা বেগম (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের সবুজপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপকুমার সরকার।
আজেমা বেগম (৪৮) শৌলমারী গ্রামের রজব আলীর মেয়ে এবং তার স্বামী রোস্তম আলী।
শৌলমারী ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এর চাতালের সামনের রাস্তার পাশে লাস পরে থাকতে দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্হল থেকে লাস উদ্ধার করে। তিনি আরো জানান, চাতাল চত্বরের প্রবেশদ্বার উম্মুক্ত ছিল। এর অভ্যন্তরের ফটক সংলগ্ন একটি চালা ঘরে পরে থাকা ইটের টুকরয় এবং মেঝেতে রক্ত লেগে থাকতে দেখা গেছে। সেখানে তার মাথায় ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে পুলিশের ধারনা।
স্হানীয়রা জানিয়েছে, আজেমা দীর্ঘ কয়েক বছর ধরে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। শহরের বিভিন্ন এলাকায় তাকে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা যেত।
শৌলমালী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের একটি চাতালের সামনের রাস্তার পাশের জমিতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
এব্যপারে প্রতিমন্ত্রীর মুটোফোনে কথাবলার চেষ্টা করলে নাম্বার এনগেজ পাওয়া যায়।
রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) রুপকুমার সরকার জানান, নারীর মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। হত্যার সাথে জরিতদের দ্রুত সনাক্ত করতে পুলিশ কাজ করছে।#