কুড়িগ্রামের রৌমারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ।
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম: শীর্ষনিউজ ২৪.কম
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলার পল্লীতে পাঠ ধুতে গিয়ে বজ্রপাতে শুকুর আলী (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, (২ জুন) রবিবার দুপুরে। নিহত শুকুর আলী উপজেলার বন্দবেড় ইউনিয়নের তিনতেলী গ্রামের মজিবর মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে একটি খালে পাট ধুচ্ছিলেন শুকুর আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান । পরে এলাকাবাসি ছুটে এসে তার মরদেহ উদ্ধার করেছে।
এ এব্যপারে রৌমারী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, শুকুর আলী নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।#