কুড়িগ্রামের রাজারহাটে মায়ের অভিযোগে ২ পুত্র ও পুত্রবধূ সহ আটক ৪ জন

কুড়িগ্রামের রাজারহাটে মায়ের অভিযোগে ২ পুত্র ও পুত্রবধূ সহ আটক ৪ জন।

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম প্রতিনিধি:শীর্ষনিউজ২৪.কম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পল্লীতে মোছা.ছালেহা বেগম (৭৪) নামের এক বৃদ্ধার জোর ক‌রে জ‌মি লি‌খে নেওয়ার পর গচ্ছিত টাকাও কে‌ড়ে নেওয়ার অভিযোগ উঠে‌ছে দুই ছেলে ও পুত্রবধূর নামে। এ ঘটনায় বৃদ্ধার দুই ছে‌লে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

উপজেলার উমরমজিদ ইউনিয়নে (১৫ জুন) বৃহস্পতিবার দুই ছেলে ও পুত্রবধূ সহ চার জনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

স্হানীয়ও পুলিশ সূত্রে জানাগেছে, মৃত মমতাজ উদ্দিনের স্ত্রী ছালেহা বেগমকে তার দুই পুত্র ও পুত্রবধূ সম্পদের লোভে পরে মাকে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন করে আসছিল। বৃদ্ধা ছালেহার স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি সন্তানরা তাদের নিজের নামে লিখে নেন।

এমনকি মায়ের সারাজীবনের সঞ্চয় ১লাখ ৪০হাজার টাকা জোরপূর্বক কেড়ে নিয়ে বাড়ী থেকে বের করে দেয় সন্তানরা। এব্যপারে থানায় অভিযোগ করেন মা’ সালেহা বেগম।

বৃদ্ধার অভিযোগ আমলে নিয়ে ছে‌লে জাবেদ আলী (৪৮) ও তার স্ত্রী জেসমিন বেগম (৩৯) এবং ছোট ছে‌লে সাদেক আলী (৪১) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৭)কে আটক করে তা‌দের কারাগারে পাঠিয়েছে পুলিশ। পু‌লিশ তাৎক্ষ‌ণিক অভিযোগ আমলে নিয়ে দুই ছে‌লে ও তাদের স্ত্রী‌দের আটক ক‌রে কারাগারে পাঠান।

বৃদ্ধা ছালেহা বেগম বলেন, ‘আমার স্বামী মারা যাওয়ার পর সন্তানরা আমাকে ফুসলিয়ে জমিজমা তাদের নামে লিখে নেয়। আমার ভরণপোষণ দেওয়ার কথা বলে বিভিন্ন অজুহাতে আমার টাকা কেড়ে নিত। টাকা না দিলে ছে‌লে ও তাদের স্ত্রীরা মিলে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

জমিজমা লিখে নেওয়ার পরও তারা ভালো হয় নাই। আমার গচ্ছিত শেষ সম্বল ১ লাখ ৪০ হাজার টাকা ওরা কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।’

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, সুষ্ঠু বিচার নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত চলমান রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *