কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যতিক তারে জরিয়ে গরু ও গরু মালিক নিহত

কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যতিক তারে জরিয়ে গরু ও গরু মালিক নিহত।

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিনিধি (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে গরু ও গরুর মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (৩০মে) মঙ্গলবার সকালে রাজারহাট উপজেলা সদরের গোবর্ধ্বন দোলা গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে উক্ত গ্রামে দৌলত মিয়ার একটি মৎস্য প্রজেক্টে বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ টেনে সেঁচপাম্প দিয়ে পানি সেঁচ দেয়া হয়। এরপর তারগুলো খুলে রাস্তার পার্শ্বে ফেলে রাখেন মৎস্য প্রজেক্টের মালিক দৌলত মিয়া। মঙ্গলবার সকালে ওই তারে আটকা পড়ে একটি গরু ছটফট শুরু করে।

দূর থেকে গরুর মালিক রাজু মিয়া (২২) তা দেখতে পেয়ে দৌঁড়ে এসে গরুটি ছাড়ানোর চেষ্টা করলে সেও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে মুহুর্তের মধ্যে গরু ও গরুর মালিক রাজু মিয়ার মর্মান্তিক মৃত্যু ঘটে। মৃত রাজু একই গ্রামের আনছার আলীর পুত্র বলে জানা গেছে।

খবর পেয়ে এএসপি (কুড়িগ্রাম সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কুড়িগ্রামের রাজারহাটে বৃদ্ধের লাশ উদ্ধার হত্যার অভিযোগে ১জন গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে বৃদ্ধের লাশ উদ্ধার হত্যার অভিযোগে ১জন গ্রেপ্তার।

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ আজিজুল হক(৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। হত্যার সাথে জড়িত সন্দেহে ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (১৪মে) রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীহাটের পার্শের একটি মাঠে একই এলাকার মৃত জহুর উদ্দিনের পুত্র আজিজুল হক (৬৫) এর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়।

রাত আনুমানিক সারে ১০টায় রাজারহাট থানা পুলিশ ঘটনা স্হলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হয়। এব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে উক্ত গ্রামের সুলতান মিয়ার পুত্র মাহফুজার (৩৪) কে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্র মতে, হত্যাকান্ডের শিকার আজিজুল হকের সাথে আটক মাহফুজারের দীর্ঘদিনের অমিমাংশিত কোন্দল চলে আসছিল। এরই জের ধরে হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, মামলার তদন্ত চলমান আটক যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কুড়িগ্রামের রাজারহাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।

কুড়িগ্রামের রাজারহাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম প্রতিনিধি :

মহান স্বাধীনতা দিবসে রাজারহাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এছাড়া নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

রবিবার প্রত্যুষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি,

রাজারহাট প্রেস ক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারী অফিস ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করে।
সকালে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানসহ দিন ব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *