কুড়িগ্রামের রাজারহাটে একই সংগে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।
মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম প্রতিবেদক :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের ড়ারার পাড় গ্ৰামে খেলতে গিয়ে বাড়ির পার্শ্যের পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুর ১২ টায় হৃদয়বিদারক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাগেছে, মাহাদি (৯) এবং ফরাদি (১০) দু’জন আপন চাচাতো ভাই ছিল খেলার সাথী। খেলতে খেলতে মনের আজান্তে বাড়ির সকলের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়।
এদিকে পারিবারিক ভাবে খোঁজাখুঁজি এক পর্যায়ে মাইকিং করে হরানো বিজ্ঞপ্তি প্রচার করা হলেও সন্ধান মেলেনি। অবশেষে পুকুর থেকে দুই ভাইয়ের লাস উদ্ধার করেন এলাকাবাসি। চিকিৎসক উভয়কে মৃত্যু ঘোষনা করেন।
আপন দুই ভাই সৌদি প্রবাসী সাজু ‘র পুত্র ফারাদি এবং সোহাগ ইসলামের পুত্র মাহাদি।