কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪ টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলা‌দেশ

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪ টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলা‌দেশ।

শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপ‌জেলার পশ্চিম ধর্মপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। আটক যুবকের নাম রবিউল (৩৩) উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আখন্দ।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, পশ্চিম ধর্মপুর সীমান্তের ৯৪৩ নম্বর আন্তার্জাতিক মেইন পিলারের পাশ থেকে পাচারকারী র‌বিউলকে আটক করা হয়। এ সময় বিজিবির সদস্যরা তার কাছ থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করে।

অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আখন্দ ব‌লেন, স্বর্ণের বারগু‌লো ওজ‌নের পর ব্যবস্থা নেয়া হ‌চ্ছে। এরপর সংবাদ স‌ম্মেলন করে বিস্তা‌রিত জানা‌নো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *