কুড়িগ্রামের কচাকাটায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক(কুড়িগ্রাম):শীর্ষ নিউজ২৪
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পল্লীতে ইমাম হোসেন (৬) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে, (৩০ মে) মঙ্গলবার দুপুর ১২ টায় থানার কেদার ইউনিয়নের বাহের কেদার নলডোবা গ্রামে।
মৃত্যু শিশু ইমাম হোসেন উ্ক্ত গ্রামের মতিউর রহমানের ছেলে এবং ভাটিকেদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানাগেছে, ঘটনার দিন দুপুরে স্কুল থেকে এসে বাড়ির সকলের অগোচরে পার্শের পুকুরে গোসল করতে নামে এরই একপর্যায় ইমাম হোসেন পানিতে ডুবে যায়।
খোঁজাখুঁজির পর দুপুর সারে ১২টায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।