কুড়িগ্রামের উলিপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ের শোকজ
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরকারী কর্মকর্তাদের হুমকি অসদাচরন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের শোকজ ও ব্যাখ্যা চেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় । এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা চেয়ারম্যানকে মন্ত্রনালয় থেকে পাঠানো হয়েছে।
মঙ্গলবার চিঠির বিষয়টি প্রকাশ পেলে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র আলোচনার ঝড় বইছে।
উপজেলা পরিষদ সমন্বয় সভায় প্রকাশ্যে তিন কর্মকর্তাকে লাথি মেরে ফেলে দিতে চাওয়া এবং কীভাবে চাকরী করেন তা দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এ কারনে নিরাপত্তা চেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুর বিরুদ্ধে ১৯ কর্মকর্তা ইউএনও বরাবর অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে আর কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা বলেন, (১ জুলাই) মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি বলে তিনি জানান।