কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু ।
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরের চর এলাকায় বজ্রপাতে শাহাজামাল মিয়া (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। (২৩মে) মঙ্গলবার উপজেলার দলদলিয়া গোড়াইপিয়ার চরের বাদাম ক্ষেত তুলতে গিয়ে আকস্মিক এ বজ্রপাতের ঘটনাটি ঘটে।
সূত্রমতে, উলিপুর দলদলিয়া গনকপাড়া সূইচগেট এলাকার মৃত: রহিজ উদ্দিনের পুত্র শাহাজালাল (৪২) ঘটনার দিন উক্ত চরে বাদাম উঠানোর কাজ করছিলেন। বিকেলে আকস্মিক বজ্রপাতের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্হানীয়রা মৃত্যু অবস্থায় তাকে উদ্ধার করেন।
দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।