কুড়িগ্রামের উলিপুরে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু ।
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম : শীর্ষ নিউজ ২৪
কুড়িগ্রামের উলিপুরে এক অসুস্থ দাখিল পরীক্ষার্থী আরাফাত (১৭) পরীক্ষা দিয়ে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যু আরাফাত উপজেলার যাদুপোদ্দার ইসলামীয়া দাখিল মাদরাসার মানবিক বিভাগের শিক্ষার্থী (রোল নম্বর ১৭১২৬২)। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে
আসে।
ঘটনাটি ঘটেছে, (২৪মে) বুধবার দুপুরে উলিপুর সরকারী হাসপাতালে। নিহতের স্বজন ও স্হানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ধামশ্রেনী বড়াইবাড়ী গ্রামের আনিছুর রহমানের ও আন্জুয়ারা বেগম দম্পতি পুত্র আরাফাত হোসেন (১৭) চলতি দাখিল পরীক্ষার্থী।
বুধবার সকালে অসুস্থতাজনিত কারনে উলিপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে একই দিন তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা তাই অসুস্থ অবস্থায় উলিপুর বহুমূখী আলিম মাদরাসায় যথারীতি পরীক্ষা শেষে পুনরায় হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং একপর্যায় তার মৃত্যু হয়।
গত ২মাস আগে আরাফাতের লিভার সমস্যা ধরা পরে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলমান অবস্থায় পরীক্ষা দিয়ে আসছিল। পরীক্ষা কেন্দ্র সচিব মাও শফিকুর রহমান জানান আরাফাতকে পরীক্ষা শেষে অসুস্থ অবস্থা দেখেছি কিন্তু তার এ মৃত্যুতে আমি মর্মাহত।
আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান তাকে আশংকা জনক অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে রেফার্ড করি।
স্হগিত হওয়া আর মাত্র একটি পরীক্ষা বাকী রেখেই চলে যেতে হলো আরাফাত কে পরপারে