কুড়িগ্রামের উলিপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন।
মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম :শীর্ষনিউজ ২৪.কম
কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান স্হানীয় কয়েকটি প্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠিত হয়।
(১০জুলাই) সোমবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান নিজের বাড়ি ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এ কাজে অন্যদেরকেও উৎসাহিত করতে হবে।
উপজেলার এম এ মতিন কারিগরি কৃষি কলেজ, এম এস স্কুল এন্ড কলেজ, মডেল সরকারি বিদ্যালয় এ কার্যক্রমের পৃথক উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মেসকাতুল আবেদ, জাহাঙ্গীর আলম সরদার, আনিসুল ইসলাম প্রমুখ।