কুড়িগ্রামের উলিপুরে ওসি’র বাড়ীতে চুরি ৩জন আটক ।
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,
শীর্ষ নিউজ২৪.কম:
কুড়িগ্রামের উলিপুরে ওসির বাড়িতে চুরি করার অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, পৌরসভার পূর্ব বাজার এলাকায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। আটককৃতদের মঙ্গলবার (২৫ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, চাকুরীর সুবাদে ওসি তানভীরুল ইসলাম পরিবার নিয়ে অন্যত্র থাকেন। বাড়িতে তার মা ও বড় ভাইয়ের স্ত্রী থাকতেন। কয়েকদিন পূর্বে মা দিলরুবা রহমান আত্বিয়ের বাড়িতে বেড়াতে যান।
এ সুযোগে একদল যুবক রোববার (২৩ জুলাই) গভীর রাতে বাড়িতে ঢুকে ওই ওসির বসত ঘরের দরজার তালা ভেঙ্গে আলমারী থেকে নগদ টাকা, স্বর্ণ, কাপড়, এলইডি টিভি ও ঘরে থাকা দুই বস্তা সুপারিসহ প্রায় ৯০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ওসির ভাবি নাসরীন ইসলাম বাদী হয়ে সোমবার (২৪ জুলাই) থানায় চারজনের নামসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দুই বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, পৌরসভার সরদার পাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে ফুলবাবু (৩৫), নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান রনি (৩০) ও খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের ছেলে বিপ্লব মিয়া (২৬)।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে দুই বস্তা সুপারি উদ্ধার করা হয়।