কুড়িগামে গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
শীর্ষ নিউজ২৪ রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম, কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে মেঘনা খাতুন নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বন্দর পাড়া এলাকার আজম আলীর মেয়ে মেঘনা’র বাবার বাড়ীতে আত্বহত্যার এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্হানীয় সূএে জানাযায়, গত প্রায় ডেরবছর আগে পার্শ্ববর্তী কাঁচির চর এলাকার আপেল নামের এক যুবকের সাথে বিয়ে হয়। তার স্বামী ঢাকার একটি বেসরকারি ফার্মে কর্মরত। মেঘনা ৯মাসের আন্তঃসত্ত্বা হওয়ায় বাবার বাড়ীতে থাকতেন।
ঘটনার দিন তিনি বাড়ীর সকলের অগোচরে ঘরের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী মানসিক ভাবে বিকারগস্ত ছিলেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।