শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
ওমিক্রন বেশি ক্ষতি করে না, কথাটি মনগড়া : স্বাস্থ্য অধিদফতর
বুধবার (৯ ফেব্রুয়ারি) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন তিনি। তবে বিষয়টি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) একাধিক প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান নাজমুল ইসলাম।
- নিয়মিত আপডেট পেতে
- শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেছেন, ওমিক্রন তত বেশি ক্ষতি করে না, কথাটি মনগড়া। এ ধরনের বিশ্বাস করতে নিষেধ করেছেন তিনি। কেননা দেশে ওমিক্রনে এখন পর্যন্ত কতজন মার গেছেন তা মুশকিল। দেখা গেছে করোনায় মৃতদের প্রায় ৮০ শতাংশ টিকা নেননি।
দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে ছিল। গত ডিসেম্বরের শেষ দিকে আবার তা বেড়ে যায়। ৬ জানুয়ারি দৈনিক রোগী শনাক্ত হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের উপরে ছিল। পরে অবশ্য এ হার ১০ হাজারের নিচে নেমে এসেছে। সংক্রমণের হার একটু নিম্নগামী হলেও বাড়ছে মৃত্যু। গতকাল(৮ ফেব্রুয়ারি) দেশে ৪৩ জনের মৃত্যু হয় করোনায়।
অধ্যাপক নাজমুল আলম বলেন, করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, মাস্ক পরাসহ স্বাস্থ্য মেনে চলার যথেষ্ট গুরুত্ব আছে বলেও মন্তব্য করেন তিনি।
- নিয়মিত আপডেট পেতে
- শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।
নাজমুল ইসলাম জানান, এ পর্যন্ত ১ কোটি ৪২ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের এবং ৩০ লাখ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ কোটি ৮১ লাখ প্রথম ডোজ এবং ১ কোটি ৫৫ লাখ দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে বলে জানানো হয় বুলেটিনে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।