প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২২ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করলো বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে যেয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিশ্বকাপের আগে আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারও আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।
বিশ্বকাপ ক্রিকেট খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে দু:সংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিয়ম অনুযায়ী বিদেশে খেলতে যাওয়ার আগে সবার করোনা ভাইরাস পরীক্ষায় করা হয়। এই পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে দলটির তিন সদস্যের শরীরে। সেই তালিকায় আছেন একজন ক্রিকেটার এবং দুই স্টাফ সদস্য।
নিয়ম অনুযায়ী যারা করোনা পজেটিভ হয়েছেন, তাদের ৮ দিন আইসোলেশনে থাকতে হবে। তাই আক্রান্তদের রেখেই নিউজিল্যান্ডের বিমান ধরলো নারী ক্রিকেট দল। নেগেটিভ রিপোর্ট পেলে পরে তারা নিউজিল্যান্ড যেতে পারবেন।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।