বলা হচ্ছে, ওমিক্রন থেকে ১০ বার বেশি মিউটেশন হয়েছে এটির। তবে এটিকে নিয়ে এখনই ঘাবড়ে যাওয়ার কিছু নেই বলে আশ্বস্তও করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ভারতের সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, সাইপ্রাসে করোনায় আক্রান্ত ২৫ জনের দেহে ডেল্টাক্রন শনাক্ত হয়েছে। এদের ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
করোনা ভাইরাসের নতুন আরেকটি ধরন ডেল্টাক্রন শনাক্ত হয়েছে সাইপ্রাসে। সাইপ্রাস বিশ্ববিদালয়ের জৈববিজ্ঞানের অধ্যাপক লিওনডিওস কোস্ট্রিকিস নতুন ওই ধরনের নাম দিয়েছেন ডেল্টাক্রন। এটিতে ডেল্টা ও ওমিক্রনের বৈশিষ্ট্য থাকায় এই নাম দেয়া হয়েছে। টিবিএস
সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী মিখালিস হাজিপ্যান্টেলাস রোববার বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এই ধরন নিয়ে গবেষণা চালানো হবে। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সাইপ্রাস বিশ্ববিদালয়ের জৈববিজ্ঞানের অধ্যাপক লিওনডিওস কোস্ট্রিকিস নতুন ধরনের নাম দিয়েছেন ডেল্টাক্রন। এটিতে ডেল্টা ও ওমিক্রনের বৈশিষ্ট্য থাকায় এ নাম দেয়া হয়েছে।