কম্পিউটার সায়েন্সে ক্যারিয়ার সম্ভাবনা
একজন ভাল কম্পিউটার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার হতে পারলে দেশে ও দেশের বাইরে রয়েছে চাকরির ব্যাপক সুযোগ। সিএসই শিক্ষার্থীদের বড় প্রতিষ্ঠানে ভালো পজিশনে চাকরি পেতে হলে প্রোগ্রামিংয়ে ভালো দখল থাকতে হবে। মূলত সি++, জাভা প্রোগ্রামিংয়ে দক্ষতা, ডাটা স্টাকচার, আলগরিদম, ডাটাবেজ ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদনকারীর ভালো দখল আছে কিনা বড় প্রতিষ্ঠানগুলো তা যাচাই করে। এছাড়া বিদেশী প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ইংরেজিতে কতটা দখল আছে তা গুরুত্ব দিয়ে দেখা হয়। উল্লেখ যোগ্য কাজের ক্ষেত্র সমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ
সিকিরিওটি বিশ্লেষক
ডাটা সাইনটিস্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষক
গেম ডেভেলপার
সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
আইটি কনসাল্টেন্ট
সফটওয়্যার ডেভেলপার
ডাটাবেজ পরিচালক
কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
কম্পিউটার সিস্টেম বিশ্লেষক
কম্পিউটার নেটওয়ার্ক নির্মাতা
ওয়েব ডেভেলপার
তথ্য নিরাপত্তা বিশ্লেষক
কম্পিউটার সিস্টেম ও ইনফরমেশন ম্যানেজার
কম্পিউটার প্রোগ্রামার