কমিউনিটি ক্লিনিকটি নিজেই রুগ্ন, রোগীদের সেবা দেবে কি করে

কমিউনিটি ক্লিনিকটি নিজেই রুগ্ন, রোগীদের সেবা দেবে কি করে

মতিন মোহাম্মাদ|পলাশবাড়ী,গাইবান্ধা:শীর্ষ নিউজ ২৪.কম

ক্লিনিকটির বাইরে লেখা আছে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা ক্লিনিক। আরও লেখা আছে ২ নং ওয়ার্ড কমিউনিটি ক্লিনিক। অথচ সাবেকী ২ নং ওয়ার্ড অনেক আগেই বিলীন হয়েছে। এখন এই ওয়ার্ডের নতুন নামকরণ করা হয়েছে ৮ নং ওয়ার্ড। হ্যাঁ বলছি, ৮ নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকটির কথা। নানামাত্রিক সমস্যায় ভুগছে স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র বলে খ্যাত এই প্রতিষ্ঠানটি

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রাপ্ত এই প্রতিষ্ঠানটিতে বৈদ্যুতিক সংযোগ নেই। চলমান দাবদাহ থেকে বাঁচার জন্য নেই কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। অনেক পুরনো ভবনটির পলেস্তারাও খসে খসে পড়ছে।

এই নিয়ে ঐ কেন্দ্রে কর্মরত সিএইচসিপি এনামুল হকের সাথে সাথে বললে তিনি জানান, “এই গরমের মধ্যে বিদ্যুৎ সংযোগ না থাকায় দায়িত্ব পালন করতে ভীষণ কষ্ট হচ্ছে।” তিনি আরো জানান- “আমার এই প্রতিষ্ঠানটির টিউবওয়েলটিও দীর্ঘ তিন বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। যে কারণে বাথরুমের ব্যবস্থা থাকলেও, সেই গুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। বাথরুমের প্রয়োজন হলে পাশের বাড়ীতে যেতে হয়।”

কমিউনিটি ক্লিনিকটির এই দুরাবস্থার বিষয়ে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা: আনিছুর রহমানের সাথে এই প্রতিনিধির কথা হলে তিনি জানান- “যে সমস্ত কমিউনিটি ক্লিনিক গুলোতে বৈদ্যুতিক সংযোগ নেই, ইতিপূর্বে সেই প্রতিষ্ঠান গুলোতে কর্মরত সিএইচসিপিদের আমরা দরখাস্ত করতে বলেছিলাম। যারা দরখাস্ত করেছিলেন তাদের অনেকেই বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। এই প্রতিষ্ঠানটি কেনো বিদ্যুৎ সংযোগ পেলো না তা বোধগম্য নয়।

তিনি আরো বলেন, “পলাশবাড়ী উপজেলায় মোট ৩৩ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। সেই গুলোর মধ্যে ১০ টি ক্লিনিক নতুন করে নির্মাণ করা হবে চলতি অর্থবছরেই। সেই ১০ টি ক্লিনিকের মধ্যে ৮ নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকটিও রয়েছে”। ক্লিনিক গুলো নতুন করে নির্মাণ করা হলে, দৃশ্যমান সমস্যাগুলো থাকবে না বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *