ওয়ানডে বোলারের মনোনয়নে সাকিব-মিরাজ,ক্রিকইনফো বর্ষসেরা

 

 

  • নিয়মিত আপডেট পেতে
  • শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

এক বছর আগে আজকের এই দিনে অর্থাৎ ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছিলেন সাকিব।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর ২০২১ সালে ওয়ানডে বোলিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

মাঠে ফিরেই তার বলের বিপক্ষে ক্যারিবীয় ব্যাটাররা অসহায় হয়ে পড়েছিলেন। ৭.২ ওভারে দুই মেইডেনসহ মাত্র ৮ রান দিয়েই মি.অলরাউন্ডার তুলে নেন ৪ উইকেট। সেই ম্যাচে সাকিবের অতি নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ৪ উইকেট তুলে নেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সেটিকে বর্ষসেরা পারফরম্যান্সের মনোনয়নের তালিকায় রেখেছে ক্রিকইনফো।

 

মনোনয়ন তালিকায় থাকা আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *