ঐতিহাসিক ইসলামী মহা-সন্মেলন

১৮ তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহা-সন্মেলন।

প্রতিবেদনঃ শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তর কমলা জামিয়া তাহেরুন্নেছা দারুল উলূম মাদ্রাসা ১৮ তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহা -সন্মেলন ২৭ নভেম্বর শনিবার সময় বাদ আসর, স্থান মাদ্রাসা প্রাঙ্গন ঢাকা সাভার।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন – প্রধান বক্তা
হযরত মাওঃ আঃ খালেক শরীয়তপুরী প্রতিষ্ঠাতা পরিচালক, মার্কায়ে তালীমুস সুন্নাহ হুজুরের বয়ান বাদ” মাগরিব।
২য় বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব প্রিন্সিপাল, ব্যাংক কলোনী মাদ্রাসা, সাভার ঢাকা। ৩য় বক্তা হাফেজ মাওলানা শহিদুল্লাহ বাহার যুক্তিবাদী নেত্রকোনা।

প্রধান অতিথি হাজী মোঃ সোহেল রানা চেয়ারম্যান, সাভার ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করবেন হাজী মোঃ আব্দুর রহমান ভূঁইয়া সভাপতি, অত্র মাদ্রাসা। মহিলাদের বসার জন্য সু-ব্যবস্থা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *