এমপিওভুক্ত হল: ৬৪ জন শিক্ষক-কর্মচারী-
শীর্ষনিউজ২৪| প্রতিবেদক- শামীম ওসমান |০১ নভেম্বর, ২০২৩
বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরো ৬৪ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তাদের মধ্যে এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ৩৩ জন, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ২২ জন ও কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে সম্প্রতি আদেশ জারি করা হয়েছে।তাদের এমপিওভুক্ত করে জারি করা আদেশ গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়।
জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া নতুন শিক্ষক-কর্মচারীদের এমপিও গত সেপ্টেম্বর মাস থেকেই কার্যকর হবে। গত কয়েক মাসে কমিটি মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধানরা রয়েছেন। আগের নিয়োগ পাওয়া কিছু শিক্ষকও রয়েছেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া কোনো শিক্ষক এ তালিকায় নেই। এমপিও অনুমোদন কমিটির ২৮ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে শীর্ষনিউজ২৪ চ্যানেলের সাথেই থাকুন।