এমন অস্ত্র আছে রাশিয়ার কাছে যা পৃথিবীর কারো নেই

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে, যা পৃথিবীর কারো কাছে নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বুধবার ‘মাতৃভূমির রক্ষক’ দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা জানান। প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি এই দিবস পালিত হয়।

রাশিয়া হাইপারসোনিক অস্ত্রসহ নতুন প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন পুতিন। তারা ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন নতুন অস্ত্র তৈরির কাজ করছেন বলে উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার মতে, এসব অস্ত্র সেদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।

 

পুতিন বলেন, গত কয়েক বছরে রুশ বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, অভিজ্ঞ ও সুশৃঙ্খল হয়ে উঠেছে। সিরিয়া যুদ্ধে রুশ বাহিনী প্রমাণ করেছে—সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও তাদের রয়েছে। / পার্সটুডে

পুতিন বলেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সব সময় চেষ্টা করে যাচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তাকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।

 

রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত, যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরণের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *