এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, মারিউপোলে

 

রুশ  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতিতে আরও বলা হয়, এই মানবিক কাজটি সফল করার জন্য আমরা জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)-এর সরাসরি অংশগ্রহণে এটি চালানোর প্রস্তাব করছি।

 

এছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার (বাংলাদেশ সময় সকাল ৯টা) আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসিকে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

 

 

ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। গত বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি জানানো হয়। এ সময় মারিউপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্ক হয়ে জাপোরিঝঝিয়ায় হয়ে শহর ছাড়তে পারবে বেসামরিক নাগরিকরা।

 

মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

 

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনালাপ হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মারিউপোলে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে সেখানে গোলা বর্ষণ বন্ধের কথা জানিয়েছিলেন পুতিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *