এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত।
রংপুর ইউনিট বার্তা প্রেরক
এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন, রংপুর ইউনিটের মাসিক সভা শুক্রবার বিকেলে স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়।
উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন রংপুর ইউনিটের সভাপতি ও কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিটের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার মো: রকিবুস সুলতান মানিক। উক্ত মাসিক সভায় রংপুর ইউনিটের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ইউনিটের সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা,
সহ-সভাপতি মো: তানভীর হোসেন আশরাফী , সাবেক সভাপতি মো: আব্দুল হালিম মন্ডল,প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু,অর্থ সম্পাদক আহসানুর রহমান,কযর্ নির্বাহী সদস্য মাহবুবুল হক প্রিন্স, মাহফুজ আলম,এক্স ক্যাডেট মোসাদ্দেক হোসেন আব্দুল মুকিত, মো: নাহিদুল কবির প্রমূখ।
সভায় প্রত্যেক সদস্যদের মাঝে ২০২৩ সালে ক্যালেন্ডার বিতরণ করা হয় । সকলের সন্মতিতে কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর মর্ধ্যে শতার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং রি-ইউনিয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সভায় এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিট গতিশীল করার লক্ষ্যে আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।