উলিপুর ট্রাকর ধাক্কায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, উলিপুরঃ
কুড়িগ্রামর উলিপুর বালুভর্তি ট্রাকের ধাক্কায় অটোরিক্সা যাত্রী একই পরিবারের একজন নিহত ও পাঁচজন গুরুত্বর আহত হয়েছে। আহতদের উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুইজনর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকল কলজ হাসপাতাল প্ররণ করা হয়েছে। ঘটনাটি ঘটছ, রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের কইপাড়া নামক এলাকায়। এ ঘটনায় ট্রাক চালক বাবু (৩৬) কে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বাস্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রবিবার দুপুর আড়াইটার দিকে একটি অটোরিক্সা (ইজিবাইক) যোগে একই পরিবারর ছয়জন চিলমারী যাওয়ার পথে উলিপুর পৌরশহরের বাস্টস্ট্যান্ড সংলগ কইপাড়া নামক স্থানে বিপরীত দিক থকে আসা বালুভর্তি একটি ট্রাক ওই অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচরে যায় ও যাত্রীরা গুরুত্বর আহন হন। এ সময় স্থানীয়রা আহতদর উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় উপজলা স্বাস্য কমপ্লেক্সে নিয় আসলে কর্তব্যরত চিকিৎসক অটোরিক্সার যাত্রী তাজুল ইসলামকে (৩৫) মৃত ঘাষনা করেন। এছাড়া চালকসহ পাঁচজন গুরুত্বর আহত হন।
আহতরা হলেন, চিলমারী উপজলার জোড়গাছ ইউনিয়নর তোফা শেখের পুত্র আব্দুল ওহাব (৬৮), রৌমারী উপজলার কত্তিমারী যাদুর চর এলাকার ওবায়দুল ইসলাম (৪২), তার মেয়ে মিথিলা ফারজানা তাসনিম (২০)।
পরে চিকিৎসক আহতদর মধ্য চিলমারী উপজলার অষ্টমির চর এলাকার বাহাদুরর ছেলে আনায়ার ইসলাম (৪২) ও উলিপুর উপজলার পান্ডুল ইউনিয়নর চন্ডিযান এলাকার আইনুদ্দিনর ছেলে বীরমুক্তিযাদ্ধা আব্দুল জলিল (৮০) এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত তাজুল ইসলাম চিলমারী উপজলার অষ্টমির চর এলাকার জাফর হোসেনের পুত্র। তিনি আহত আব্দুল ওহাবের জামাতা। অপর আহত জামাতা ওবায়দুল ইসলাম, নাতনি তাসনিমা, ভাগিনা আনায়ার ও আত্বিয় আব্দুল জলিল।
উপজলা স্বাস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চদ্র সরকার বলন, সড়ক দূর্ঘটনায় আহত তাজুল ইসলাম নামর এক ব্যক্তিক হাসপাতালে নেয়ার পূর্বই তার মত্যু হয়।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ট্রাক চালককে আটক করে ট্রাকটি থানা হেফাজতে নয়া হয়ছ। নিহতর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠা হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছ।
ফয়জার রহমান রানু
উলিপুর, কুড়িগ্রাম।