উলিপুরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর দূর্গম চরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইদুর রহমান(৩৮)কে আটক করেছে পুলিশ। আটককৃত সাইদুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের চর সন্তোষ অভিরাম গ্রামের জরিপ উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তার দূর্গম চর সন্তোষ অভিরাম(সুন্দরগঞ্জ,গাইবান্ধা সীমান্ত সংলগ্ন) এলাকায় উলিপুর থানার এস,আই মামুনুর রশীদ’র নেতৃত্বে একদল সংগীয় ফোর্স অভিযান চালিয়ে কার্টুনে রাখা ৬ কেজি ওজনে গাঁজা সহ সাইদুরকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, সাইদুর রহমানের বাড়ি মাদক ব্যবসার নিরাপদ স্থান হওয়ায় এখানে মাদক মজুদ রাখে দীর্ঘদিন থেকে খুচরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে সরবরাহ করা হচ্ছিলো।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ফয়জার রহমান রানু
উলিপুর, কুড়িগ্রাম