কুড়িগ্রামের উলিপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নতুন ভবনের উদ্বোধন
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,শীর্ষ নিউজ২৪.কম
কুড়িগ্রামের উলিপুরে আজ বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নতুন ভবনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার শোভন রাংসা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে, বক্তব্য রাখেন, কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক এম এ মতিন , সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,
উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা এম ডি ফয়জার রহমান, আওয়ামী লীগের প্রবীণ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর থানার তদন্ত ওসি তামবিরুল ইসলাম,আব্দুল মজিদ হাড়ি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার প্রমুখ।