উলিপুরে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ফয়জার রহমান রানু
কুড়িগ্রামের উলিপুরে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকাল সাড়ে ছয়টার দিকে পৌর শহরের গবা মোড়ে
‘দ্রব্য মূল্যের দাম কমাও জান বাঁচাও’ স্লোগানকে ধারন করে বাংলাদেশ
কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির
কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আকতারুজ্জামান রাজু,
কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন,
উলিপুর উপজেলা কমিটির সদস্য বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায়
খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের
দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অথচ সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। মানুষকে
দেখানোর জন্য গুটি কয়েক জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। কিন্তু
প্রকৃত দোষীরা ধরা পড়ছে না। এ অবস্থায় দ্রব্যমূল্যে বৃদ্ধির লাগাম টেনে
ধরতে না পারলে মানুষের কষ্টের সীমা থাকবেনা। তারা দ্রতই দ্রব্যমূল্যের
দাম কমানোর দাবী জানান।