উলিপুরে জমি জমার বিরোধে ৫ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে জমি জমার বিরোধকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে, হায়াৎখাঁ কারবালারপাড় এলাকায়। বাদীর অভিযোগ, ঘটনার পরদিন ২৪ মে থানায় মামলা করা হলেও আজ পর্যন্ত আসামী গ্রেপ্তার করতে পারেননি পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার হায়াৎখাঁ কারবালারপাড় এলাকার আবুল হোসেন মাষ্টারের ছেলে লাভলু মিয়া (৩৮) এর সাথে স্থানীয় আঃ লতিফ
সরকারের ছেলে নজরুল ইসলাম নজু (৫০) গংদের পারিবারিক ও জমাজমির বিষয় নিয়ে
বিরোধ চলে আসছিল। গত ২৩ মে বিকালে নজরুল ইসলাম গংরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে নিয়ে লাভলু মিয়ার বাড়িতে প্রবেশ করে ঘরের টিন-বেড়া
আসবাবপত্র ভাংচুর করে। এ সময় লাভলু মিয়ার মা সাহেরা বেগম (৭০), স্ত্রী জুতি বেগম (২৯), ভাই বাবলু মিয়া (৪৫) ভাবী রুমি বেগম (৪০) ও ভাতিজি বর্না
আক্তার (১৩) তাদের বাধাঁ দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারপিটসহ রক্তাক্ত জখম করে। এরপর হামলাকারীরা ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ
টাকাসহ প্রায় দুই লাখ টাকা নিয়ে চলে যায় বলে মামলায় দাবী করা হয়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন
আছেন। এ ঘটনায় ২৪ মে লাভলু মিয়া বাদী হয়ে নজরুল ইসলাম, তার ভাই মনজুরুল ইসলাম
মনজু মিয়া (৪২), জুলফিকার আলী মন্টু (৩৫), জাবেদ আলী মিন্টুর নামে থানায় মামলা করেন। মামলার বাদী লাভলু মিয়ার অভিযোগ, মামলা করার ৩ তিন পেড়িয়ে
গেলেও আসামী গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাঈদুল ইসলাম জানান,
আহতরা চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা ভালো আছেন। aমামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুর
রহমান বলেন, বাদীর অভিযোগ সত্য নয়। আসামীদের গ্রেপ্তার করার জন্য অভিযান
অব্যাহত রয়েছে।
ফয়জার রহমান রানৃ
উলিপুর, কুড়িগ্রাম।