উলিপুরে এক মুচি কন্যার বিয়ে অনুষ্ঠান

উলিপুরে এক মুচি কন্যার বিয়ে অনুষ্ঠান

উলিপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া বাজারের বাসীন্দা মৃত- সুটকু মচির কনিষ্ট কন্যা গোলাপী রানী ও গাইবান্ধার বর কিশোর কুমারের বিয়ে ধুম-ধামের সাথে অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র পরিসরে হলেও বিয়ে অনুষ্ঠানে ছিলো ব্যাপক আয়োজন।

 

 

ঢাগ- ঢোল, নাচ-গান আর সাজ-সজ্যায় পবিপূর্ণ এক জাক-জমকপর্ণ পরিবেশের মধ্যদিয়ে কনে বাড়ীতে ৩ দিন ধরে অনুষ্ঠান চললে নিকটস্থ বাজার ও গ্রাম মুখরিত হয়ে উঠে ।

 

 

গত ২৬ ফিব্রুয়ারী/২২ইং (শনিবার) সন্ধ্যায় তাদের বিদায় অনুষ্টান হয়েছে। তাদের বৌ-ভাতে প্রায় সহস্রাধীক দাওয়াতি আমন্ত্রীত ছিলেন বলে জানাযায়। জাতি হিসাবে নিম্ন পরিবারে জন্ম নিলেও তারা দু”জনই উচ্চ শিক্ষিত (অনার্চ-মাষ্টর্স পাশ)।

 

কনে গোলাপী রানীর মা জানান, তার মে ছোট থেকে মেধাবী ছিলো বলে কষ্টে হলেও তাকে লেখা-পড়া শিখিয়েছি এবং আজ এক জন শিক্ষত জামাইয়ের হাতে মেয়েকে তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

 

গোলাপী পার্শ্ববর্তি দলদলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হতে এস,এসসি এবং নাজিমখান স্কুল এন্ড কলেজ থেকে এইচ,এসসি পাশ করে কুড়িগ্রম সরকারী কলেজে বাংলা বিভাগে অনার্স ও পরে মাষ্টর্স পাশ করেন। এলাকাবাসীর দান-অনুদানের টাকায় এ বিয়ের আয়োজন করেছেন বলে কনের ভাই রমেস জানান। নব-দম্পতিদের দাম্পত্য জীবন সুখ-সমৃদ্ধীতে ভরে উঠুক এলাকাবাসী এ প্রত্যাশার কথা জানিয়েছেন। ##

ফয়জার রহমান রানু

উলিপুর, কুড়িগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *