ঈদে স্পেশাল কোন ট্রেন নেই রংপুরে,ক্ষোভ রংপুরবাসীর

ঈদে স্পেশাল কোন ট্রেন নেই রংপুরে,ক্ষোভ রংপুরবাসীর

চীফ রিপোর্টার: ইমরান কবির

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো ও ফিরতি যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নয় জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই বিশেষ ট্রেন বরাদ্দের তালিকায় রংপুর নেই। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রংপুরের সুধীজন ও সাধারণ মানুষ।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন গত ২২ মার্চ রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান, ঈদে চাপ কমাতে এবার নয় জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তে ঢাকা-চট্রগ্রাম, চাদঁপুর, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভৈরববাজার, জয়দেবপুর এবং উত্তরবঙ্গের চিলাহাটি পর্যন্ত এ নয় জোড়া ট্রেন চলবে।

উত্তরবঙ্গের জন্য ঢাকা চিলাহাটি ঢাকা দুটি স্পেশাল ট্রেন বরাদ্দ হয়েছে। কিন্তু সেই ট্রেন দুটি রংপুরের যাত্রী বহনে কোন কাজে আসবে না। এমনিতেই রংপুর থেকে ঢাকাগামী সকাল ও রাতে মাত্র দুটি ট্রেন চলাচল করে। ঢাকায় গামেন্টস সেক্টরে উত্তরাঞ্চলের শ্রমিক বেশি থাকলেও ঈদে স্পেশাল ট্রেন বরাদ্দ না হওয়ায় হতাশা প্রকাশ করেছে রংপুরবাসীকে।

এরকম সিদ্ধান্তের পরপরই রংপুরের সুধীজন ও রংপুরবাসীর মধ্যে একটি মিশ্রপ্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় একাধিকজনকে।

রংপুরে রাতে ঢাকাগামী একটি ট্রেন চলাচল করে এবং এবং কুড়িগ্রাম থেকে রংপুর হয়ে সকালে ঢাকাগামী একটি ট্রেন চলাচল করে। যাত্রীদের ব্যাপক চাহিদা থাকা সত্বেও রংপুরবাসীর দীর্ঘদিনের দাবী আরো একটি ট্রেন ঢাকাগামী বরাদ্দের জন্য।

এ বিষয়ে রংপুর রেলওয়ের সিনিয়র স্টেশন মাষ্টার শংকর গাঙ্গুলী জানান, রংপুরের জন্য কোন ঈদ স্পেশাল ট্রেন বরাদ্দ হয়নি। তবে এর আগে রংপুর পার্বতীপুর লালমনিরহাট থেকে ঢাকায় কানেক্টর করে দিয়েছিলো। এবারে এখনও তেমন সিদ্ধান্ত হয়নি। তবে হতেও পারে।

ঈদ যাত্রী নিয়ে কোন চাহিদা পত্র রেলওয়ের ঊর্ধ্বতন কাউকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে শংকর গাঙ্গুলী জানান, এ বিষয়ে কোনো কথা হয়নি।

রাজনৈতিক ও সামাজিক সংগঠক নাসিম আহমেদ সনু জানান, এটি রংপুরবাসীর জন্য দুঃখজনক। রেলওয়ের যে কোন সিদ্ধান্তে রংপুর বরাবরই উপেক্ষিত। দিনাজপুর পার্বতীপুর লাইনে অনেক ট্রেন থাকলেও আবারো ঈদ স্পেশাল ট্রেন বরাদ্দ করা হয়েছে। অথচ রংপুরে ঢাকাগামী মাত্রদুটি ট্রেন চলাচল করে তারপরও ঈদ স্পেশাল ট্রেন বরাদ্দ হয়নি। এর আগে পার্বতীপুর এর সাথে কানেক্টিং ট্রেন এর ব্যবস্থা করা হয়েছিলো। এবারে সেটিও করা হয়নি।

রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এরশাদুল হক রঞ্জু জানান, সারাদেশে ঈদ স্পেশাল ট্রেন বরাদ্দ হলেও রংপুরের যাত্রীদের জন্য বরাদ্দ হয়নি। এটা রংপুরবাসীর জন্য খুবই কষ্টের ব্যাপার। অনতিবিলম্বে ঈদ স্পেশাল ট্রেন বরাদ্দ দিয়ে ঘরমুখো ও ফিরতি যাত্রীদের দুর্ভোগ লাঘব করবে রেলওয়ে এটি আমাদের দাবী।

রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন বলেন, ঈদ এলেই দেশের অন্যলাইনে ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা হলেও রংপুর সবসময় উপেক্ষিত। যার ফলে বৃহত্তর রংপুরের যাত্রী সাধারণ ট্রেনের ছাদে যাতায়াত করেন জীবনের ঝুকি নিয়ে। তিনি এ বিষয়ে রেলমুন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বরাদ্দ বিষয়ে লালমনিরহাটের ডিআরএম আব্দুস সালাম জানান, ঢাকায় এ বিষয়ে মিটিং হয়েছে। মিটিংয়ে দেশের সার্বিক স্বার্থে ঈদে স্পেশাল ট্রেন বরাদ্দ দেয়া হয়েছে। অল্প কোচ হওয়ায় রংপুরের জন্য বরাদ্দ সম্ভব হয়নি।

এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের অফিসিয়াল নাম্বারে কয়েকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *