ইন্ডিয়ান মডেল মৌনি রয়ের বিয়ে ২৭ জানুয়ারি

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল ও হিন্দুস্তান টাইমসের খবর, ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনি রায়। পাত্র দুবাইভিত্তিক ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার।

প্রথমে শোনা গিয়েছিল ইতালি বা দুবাইয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন মৌনি রায়। তবে আপতত সেই পরিকল্পনা বাতিল। আগামী ২৭ জানুয়ারি প্রেমিক সুরজ নাম্বিয়ারের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন পশ্চিমবঙ্গের কোচবিহারের এই কন্যা। গোয়ার সমুদ্রসৈকতে সাতপাক ঘুরবেন মৌনি। এই মুহূর্তে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

সমুদ্র-তীরবর্তী গোয়ার একটি পাঁচতারকা হোটেলে বিয়ে হবে মৌনি-সুরজের। কোভিড প্রটোকল মেনেই হবে বিয়ের আয়োজন। অতিথিদের টিকার সনদ দেখাতে হবে। অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, একতা কাপুর, মনীশ মালহোত্রা, আশকা গোরাডিয়াসহ অনেকেই।

দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ার। সুরজের সেখানে নিজস্ব ব্যবসাও আছে। সে কারণে আজকাল প্রায়ই দুবাইয়ে সময় কাটান মৌনি। বেঙ্গালুরুতে আদি বাড়ি সুরজের। ২০২০ সালের শুরুতে দুবাইয়ে থাকাকালে সুরজের প্রেমে পড়েন মৌনি রায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *