শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
ইউটুব ব্যবহারকারির জন্য শু খবর, এবার ইউটিউব নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারে ভিডিওর কোনও একটি অংশ বারবার দেখা হলে সেই অংশটিই হাইলাইট হয়ে থাকবে।
এতে করে ভিডিও’র কম গুরুত্বপূর্ণ অংশগুলো তুলনামূলক দূরে থাকবে। ফিচারটি কাজ করবে ওয়েব এবং মোবাইল উভয় সংস্করণেই।
এতদিন ফিচারটি পরীক্ষামূলক হিসেবে থাকলেও এখন তা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
ইউটিউবের পক্ষ থেক জানানো হয়েছে, ফিচারটি পাওয়া যাবে প্রোগ্রেস বারের গ্রাফ অপশন থেকে।
গ্রাফটি উর্ধ্বগামী হলে বুঝতে হবে ভিডিও’র সেই অংশটি অনেক বেশি পরিমাণে দেখা হয়েছে। এই গ্রাফ থেকেই খুব সহজে বের করা যাবে ভিডিও’র যে অংশটি বেশি দেখা হয়েছে।
ইউটিউব মূলত বড় ভিডিও’র জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। এভাবে খুব সহজে একজন ক্রিয়েটর বের করতে পারবেন তার ভিডিও’র কোন অংশটি বেশি পরিমাণে দেখা হচ্ছে অথবা কোন ধরনের ভিডিও দর্শকরা বেশি পরিমাণে দেখতে চায়।
এই ফিচারটি মূলত একটি আপডেট প্যাকেজের অংশ। এটি বড় ভিডিও নিয়ে কাজ করার জন্য একটি সহায়ক টুলস।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।