শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
জানা গেছে, শুক্রবার ভোরের আগেই ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। সে সময় হাজার হাজার মুসল্লি ফজর নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন।
আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা,
আহত ১৫০ ফিলিস্তিনি
অনলাইনে প্রচারিত ভিডিওতে ফিলিস্তিনিদের ঢিল ছুড়তে এবং পুলিশকে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়তে দেখা যায়।
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ সময় সহিংসতায় অন্তত ১৫২ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি পরিষেবা বলেছে, তারা বেশির ভাগ আহতদের হাসপাতালে নিয়ে গেছে। ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিকদের মসজিদে পৌঁছাতে বাধা দিয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, কয়েক ডজন আহত মুসল্লি মসজিদ প্রাঙ্গণে আটকা পড়ে আছেন।
ইসরায়েলি পুলিশ বাহিনী জানিয়েছে, তারা কমপক্ষে ৩০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনিদের একের পর এক মারাত্মক হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার ও সামরিক অভিযান চালাচ্ছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে, মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করার কারণে হাজার হাজার ফিলিস্তিনি শুক্রবার বিকেলের নামাজের জন্য আল-আকসায় জড়ো হবেন বলে আশা করা হচ্ছে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।