আসুন জেনে নেই, গুগলের ইতিহাস

 

আজকে আমাদের আলোচনা গুগলের ইতিহাস কিভাবে গুগল বিশ্বজয়ী করেছে।

 

পৃথিবীর যেকোন প্রান্তে বসে প্রয়োজনীয় যে কোন তথ্য আপনি হাজির করতে চাইলে আপনাকে google কাছ থেকে সার্চ করতেই হবে মানে আপনাকে গুগলের ব্যবহার করতেই হবে এই বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত গুগল।

গুগল বাংলা google in bangla

1997 সালের 14 সেপ্টেম্বর google.com ডমিট্রি রেজিস্টার্ড হয় 1998 সালে 4 সেপ্টেম্বর দুই বন্ধু মিলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি চালু করে মানে গুগলের প্রতিষ্ঠাতা করে 2004 সালের 19 আগস্ট একটি পাবলিক লিমিটেড হিসেবে যাত্রা শুরু করে এই সময় লেরি পেজ ও সার্গেই ব্রিন নামে।

 

গুগোল প্রায় কুড়ি বছর একসাথে কাজ করতে একমত হন সময়ের সাথে নিত্য নতুন পণ্য ও যোগাযোগ শাখা গুলি গুগলের আঁকার প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়।

পৃথিবীর যেকোন প্রান্তের ছবি সড়ক নির্দেশনা ও মানচিত্রের জন্য করে নির্দিষ্ট স্যাটেলাইটের মাধ্যমে সেবাতে গুগল ম্যাপ google map এর সাহায্যে।

 

ইমেইল email side, gmail জিমেইল সামাজিক যোগাযোগ মাধ্যম google plus গুগোল প্লাস ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব গুগলের এছাড়াও গুগোল ড্রাইভ ,গুগল ট্রান্সলেট আরো অনেক।

 

গুগলের নিজস্ব প্রোডাক্ট রয়েছে যা থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন এবং এর আনন্দ উপভোগ করছেন।

 

চালু আছে গুগলের ক্রোম ব্রাউজার গুগল ক্যালেন্ডার বক্স ইমেজ সার্চ ইত্যাদি।

 

গুগলের জনক কে?

তাহলে উত্তর দিয়ে আমরা বলতে পারি গুগলে দুইজন জনক ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন sergey brin and larry page.

 

 

 

গুগোল এর ব্যবহার

বর্তমান যুগে গুগলের ব্যবহার অপরিসীম আপনি কোন কিছু খুঁজছেন আপনি ইন্টারনেট চালালে আগে আপনাকে গুগল খুলতে হবে কারণ আমাদের প্রত্যেকটা ওয়েবপেজে যাওয়ার জন্য আমরা প্রথমে গুগোলে সার্চ করে থাকি।

 

কারণ গুগোল একটা আমরা উচ্চারণের মিসটেক করলেও গুগোল সেটা সাজেস্ট করে আমাদের ঠিক জায়গায় পৌঁছে দেয়।

 

 

এ সার্কিত প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগোল কে প্রতিষ্ঠা করেন এবং 2004 সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তন হয়।

 

 

 

গুগলের প্রধান শাখা গুগল সার্চের নতুন পণ্য অধিকারী অফিসারের সঙ্গে কম্পানি দ্রুত প্রসার হয় এছাড়া গুগোল তৈরি করেন ইমেইল জিমেইল গুগোল ইউটিউব গুগল ইমেজ সার্চ ইত্যাদি ইত্যাদি।

 

মানে আমরা গুগোল মানি ভাবিজি সার্চ করা এজন্য আমরা কোন কিছু না পেলে বলি গুগলে সার্চ করে দেখো কিন্তু আসলেই কি করে ওটা সার্চ করা।

 

কিন্তু অর্থটা কি আসলেই গুগলের অর্থ নেই শুধু সার্চ করা নয় আমাদের অবশ্যই পরিণত হয় আমরা গুগলকে শুধু সার্চ করা বলে মনে করি।

 

 

 

গুগল কি?

স্বাধীনভাবে আমরা গুগল কি বললে সব থেকে বেশি ওয়েব সার্চ ইঞ্জিন বলতে বুঝি সার্চ ইঞ্জিন মানে ইন্টারনেট ব্যবহারের উপর যে আমরা সার্চ করি সেটা কি সার্চ ইঞ্জিন বলি।

 

এখান থেকে আমরা যেকোন তথ্য খুব সহজেই পেয়ে যাই গুগোল একটি কোম্পানি এখন বর্তমানে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে দাঁড়িয়েছে কারন গুগল অনেক অনেক ক্যাটাগরি শ্রেষ্ঠ আবিষ্কার করেছে। যা থেকে প্রতিনিয়ত মানুষের উপকারের কথা শোনা যাচ্ছে।

 

 

 

গুগোল কি কি তৈরি করেছে?

১.ব্লগার-Blogger

?আজ বিশ্বের সবথেকে বড় এবং জনপ্রিয় জায়গা যেটা যেখান থেকে আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি যে সাইটের মত লক্ষ লক্ষ টাকা আয় করছে কিভাবে আপনি একটি বোকা বানাবেন আমি এর আগেই বলেছি।

২.গুগল ট্রান্সলেট-Google Translate

গুগল ট্রান্সলেট এর মাধ্যমে আমরা যেকোনো এক ভাষা থেকে অন্য ভাষা অনায়াসে সেকেন্ডের অজয় করতে পারি এটা সবথেকে ভালো একটা দিক যেটা google-এ তৈরি।

 

 

 

৩.ইউটিউব-Youtube

বর্তমানে বিশ্বে জনপ্রিয় একটি প্ল্যাটফরম ইউটিউব এর সাথে পরিচিত এখানে হাজার হাজার মানুষ ইউটিউব চ্যানেল Youtube Channel খুলে লক্ষ লক্ষ টাকা আয় করছে এবং লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখে উপকারিতা।

 

 

 

 

৪.গুগোল পে-Google Pay

আপনারা গুগোল পের নাম হয়তো সবাই শুনেছেন এই গুগল প্লে মোবাইল অ্যাপস টিভি বর্তমান সময়ে ব্যবহৃত এপ এর মাধ্যমে আমরা নিজের ব্যাংক একাউন্টের টাকা যেকোন ব্যাংক একাউন্টে খুব সহজেই বলতে পারি। বাড়িতে বসে বসে মোবাইলে চার্জ ইন্টার্নেট বিল্ল পেমেন্ট যদি কাজ ঘরে বসে করতে পারি।

 

৫.গুগল এডসেন্স-Google Adscence

আপনারা অনেকেই জানেন যে গুগল এডসেন্স আমাদের কি কাজে লাগিয়ে নিন আপনি একটি কোন ওয়েবসাইট করেছেন অথবা একটি ইউটিউব চ্যানেল করেছেন সেখানে আপনি দিয়েন add show করবেন।

 

তার জন্য আপনার চ্যানেলের ওয়েবসাইটে এড শো করাবে তার জন্য গুগলের e-platform গুগল এডসেন্স এখান থেকে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

 

 

৬.গুগল প্লে স্টোর-Google Play Store

বর্তমানে গুগল প্লে স্টোর প্ল্যাটফর্ম এর মধ্যে সবথেকে বেশি অ্যাপ রেজিস্টার এর রয়েছে যেখান থেকে আমরা অ্যান্ড্রয়েড আরো অন্যান্য অপারেটিং সিস্টেমের অ্যাপ টু অনায়াসে লোড করতে পারি আবার ফ্রী থেকে।

 

৭.গুগল ম্যাপ

প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং উপকারী একটি প্ল্যাটফরম যদি হচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোন জায়গায় চলে যান না কেন।

 

যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান আপনি যদি সেই জায়গাটা মনে রাখে না গিয়ে থাকেন তাহলে আপনি মোবাইলের গুগলের মাধ্যমে অনায়াসে সে জায়গায় যেতে পারবেন।

 

 

 

গুগোল এর ফুল ফর্ম কি? । what is google full form ?

গুগোল এর পুরো নাম্বার ফুল ফর্ম অফ গ্লোবাল অর্গানাইজেশন অফ অরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুইজ অফ আর্থ। Global Organization of Oriented Group Language of Earth

 

গুগলের জন্মদিন কবে? google date of birth

প্রত্যেক বছরের 27 শে সেপ্টেম্বর গুগলের জন্মদিন হিসেবে পালন করা হয়।

 

 

 

গুগলের সিইও Google ceo এর নাম কি?

আনন্দের সহিত জানাতে পারি কারণ যিনি গুগলের সিইও সে আমাদের ভারতবর্ষে দিয়ে একজন তামিলনাডু তে জন্ম গ্রহন করেন।

 

2019 সাল থেকে বর্তমান পর্যন্ত সুন্দর পিচাই sundar puchai বর্তমান গুগলের সিইও।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *