শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
আলুর কেজি ৫ টাকা দিনাজপুরের হিলিতে
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। গত সপ্তাহের বৃষ্টির কারণে আলুর দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা।
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে হোলেন্ডার আলুর দাম কেজি প্রতি কমেছে ৫ থেকে ৬ টাকা।বর্তমানে পাইকারি বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ টাকায় এবং খুচরা বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা দরে।
হিলি বাজারের আলু ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, গত সপ্তাহের বৃষ্টির কারণে কৃষকদের আলুর জমিতে পানি জমে থাকায় বেশির ভাগ আলু নষ্ট হয়েছে। এতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে।যার জন্য দ্রুত জমি থেকে আলু তুলে অল্প দামে বিক্রি করছেন। ফলে হিলি বাজারে আলুর দাম অনেকটাই কমেছে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।