আর্থিক সাহায্যের আবেদন
মো:ইরফান হোসেন
পিতা:কাওসার হোসেন
ঠিকানা:নীলকন্ঠ মাষ্টার পাড়া।
ছবির এই নিষ্পাপ শিশু ইরফান, ব্লাড ক্যন্সারে আক্রান্ত। ইরফান এর বাবা একজন ছোট বেসরকারী চাকুরিজীবী। প্রায় ৩ মাস আগে সমস্যা শুরু। সমস্যা শুরুর পর থেকে আজ পর্যন্ত ইরফানের ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। কয়েক সাইকেল কেমোথেরাপি পেয়েছে।
বাকী চিকিৎসা করাতে আরো প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন যা উনার পরিবারের পক্ষে কোন ভাবেই যোগাড় করা সম্ভব নয়। আমি উনাকে কথা দিয়েছি ‘কোটি মানুষের দেশে টাকার অভাবে ইরফানের চিকিৎসা আমরা থামতে দেবো না, ইনশাআল্লাহ।’
দয়াকরে সবাই অল্প অল্প করে ভালোবাসার হাত বাড়িয়ে দিলে নিষ্পাপ শিশু ইরফান এর এর চিকিৎসা আগাতে পারবে।
সবার প্রতি অনুরোধ আপনার নিজের শিশুর কথা মনে করে এই নিষ্পাপ শিশুর চিকিৎসা খরচ জোগাতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। সরাসরি রোগীর নাম্বার দিয়ে দিচ্ছি।
সহোযোগিতা করার মাধ্যম –
বিকাশ পারসোনাল – 01768789232 (কাওসার)
নগদ পারসোনাল – 01768789232 (কাওসার)
রকেট পারসোনাল – 01768789232 (কাওসার)
ব্যাংক একাউন্ট-
Agrani Bank, Rangpur Medical College Branch
Beauty Begum
A/C- 0200017593187