শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
আরও ৫৪টি চাইনা অ্যাপ, ভারতীয় নিষেধাজ্ঞার তালিকায়
ভারতের ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, তারা আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে।
এই অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করার অভিযোগ রয়েছে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা-সেলফি ক্যামেরা, গারেনা ফ্রি ফায়ার-ইলুমিনেট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট এক্সরিভার, অনমিওজি অ্যারেনা, অ্যাপলক, ডুয়েল স্পেস লাইট ইত্যাদি।
অ্যাপগুলোর মাধ্যমে রিয়েল টাইম ডাটার অপব্যবহার করা হচ্ছে এবং তথ্যগুলো শত্রুদেশের সার্ভারগুলোতে পাঠানো হচ্ছে।
এর আগে গত বছরের জুনে টিকটক, উইচ্যাট এবং হ্যালোসহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত।
২০২০ সালের মে মাসে চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩২১টি চীনা অ্যাপের ব্যবহার বন্ধ করল ভারত।