জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমি জনবান্ধব নেতা হতে চাই জনবিচ্ছিন্ন নেতা হতে চাই না … রসিক মেয়র প্রার্থী মোস্তফা
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি সাবেক রসিক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আমাদের দায়িত্বশীল আচারান আমাদের দায়িত্বশীল লক্ষে পৌছে দিতে পারে।
আমি জনবান্ধব নেতা হতে চাই জনবিচ্ছিন্ন নেতা হতে চাই না। আজ বৃহস্পতিবার বাদ এশা কলেজ রোডস্থ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের ১২টা সিটি কর্পোরেশন। তার মধ্যে একটি সিটি কর্পোরেশন জাতীয় পার্টির দখলে আছে। আর এইটা আমরা যেন ধরে রাখতে পারি, সেজন্য আমাদের সমস্ত সংগঠনের নেতা-কর্মীদের অতন্ত্ররী পাহারার মতো কাজ করতে হবে। মাত্র একটা দিনের কষ্ট আগামী দিনে রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিছুর রহমান আনিছ।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ রানা বিপু’র সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম দিনার, যুগ্ম আহবায়ক মোকছেদুল হোসেন মিঠু ও যুগ্ম আহবায়ক শ্রী উত্তম প্রামানিক।
মতবিনিময় সভা শেষে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান লাঙ্গল মার্কার প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি সাবেক রসিক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এম. মিরু সরকার
তাং- ০৮.১২.২০২২ইং
মোবাঃ- ০১৭১৭৩১৫২৫১