শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
লাল বলের ক্রিকেটে তাসকিন থাকায় তাকে বোর্ড ছাড়তে চায়নি তাসকিনের আইপিএলে না খেলার বিষয়টি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে দিয়েছেন।
বাংলাদেশ জাতীয় দলের গতি মাষ্টার তাসকিন আহমেদকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজা। তিনি বলেছেন, নিয়ম যাই হোক তা যেন সবার জন্য সমান হয়।
আইপিএল-এ খেলার সুযোগ হাতছাড়া হওয়া তাসকিনের জন্য দু:খের বিষয় নয় বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, যে তাসকিনকে এক সময় দলে রাখা হবে কি না তা নিয়ে ভাবা হতো সেই তাসকিনের এখন দলে কতই না কদর। তাসকিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, এটাই সুযোগ নিজেকে মেলে ধরার। দেশের জন্য সেরাটা দেওয়ার সুযোগ সবাই পায় না। তাই এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন মাশরাফী।
তাসকিনকে শুভ কামনা জানিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরও যোগ করেন, ‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো। আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো।’
‘সবকিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দিও। কারণ তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে, যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না। তাই তোমার ক্রিকেটের সেরা মূহুর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।’
আইপিএলের দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টের হয়ে আকস্মিকভাবে টাইগার পেসার তাসকিন আহমেদ খেলার সুযোগ পেয়েছিলেন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দ্বিপাক্ষিক সিরিজ চলাকালে খেলার অনুমতি দেয়নি।
এ বিষয়ে মাশরাফী বলেন, দেশের ক্রিকেটের প্রতি কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।’
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টেস্টে তার অনাগ্রহের কথা বহুবারই জানা গেছে। তার সিদ্ধান্তকে বিবেচনায় নিয়ে সাউথ আফ্রিকা সিরিজের টেস্ট স্কোয়াডে মোস্তাফিজের নাম নেই। টেস্ট সিরিজ চলাকালে তিনি আইপিএল খেলতে ভারতে উড়াল দেবেন।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।