শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
ঈদের ছুটি এলেই পাল্টে যায় ঢাকার চিত্র। তীব্র যানজট, শব্দ আর বায়ু দুষন কমে যায়। নির্মল বাসযোগ্য শহরে পরিনত হয় জনবহুল ঢাকা। মহল্লা অলিগলি বা প্রধান সড়ক হয়ে যায় ফাঁকা।
ভোগান্তির কথা ভেবে অনেকেই আগাম চলে এসেছে ঢাকায়। এদিকে ছুটি শেষ হলেও ঢাকার অফিস পাড়ায় রয়েছে ঈদের আমেজ। ৬ দিন ছুটির পর নিজ কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে টুকটাক কাজের পাশাপাশি কুশল বিনিময় করতে দেখা গেছে।
বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষ হলেও সবাই এখনো ঢাকায় ফেরেননি। আজ একদিন অফিসে শেষেই আরও দুদিন ছুটি রয়েছে। তাই কেউ কেউ বৃহস্পতিবার ছুটি বাড়িয়ে শনিবার পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
এবার টানা ৬ দিন সরকারি অফিস আদালত বন্ধ ছিল। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন এই ঈদে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন।তাই পাল্টে যায় শহরের চিত্র।
কিন্তু ছুটি শেষে আজ থেকে আবার ঢাকায় ফেরা শুরু করেছেন গ্রামে যাওয়া মানুষ। কয়েকদিনের মধ্যেই রাজধানী আবার ফিরে পাবে তার যানজটের চেহারা।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।