আবারও অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

অধিনায়ক হলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি

চেন্নাই কর্তৃপক্ষ জানায়, নিজের খেলায় মনোনিবেশ করতেই অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে ধোনিকে চেন্নাইয়ে অধিনায়ক হবার জন্য অনুরোধ করেছেন জাদেজা।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে ছিলেন ধোনি। গত আসর পর্যন্ত দলের দায়িত্ব পালন করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার অধীনে চারবার আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই।

 

 

আবারও অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তবে জাতীয় দলের নয়। আইপিএল-এর দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন। রবীন্দ্র জাদেজার জায়গা দায়িত্ব পালন করবেন তিনি।

 

আইপিএল-এর পঞ্চদশ আসরের শুরুতেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। তার জায়গায় দায়িত্ব গ্রহণ করেন রবীন্দ্র জাদেজা। কিন্তু জাদেজার নেতৃত্বে এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে চেন্নাই।

 

 

 

দলের এমন বাজে অবস্থায় চলমান আইপিএলের মাঝপথেই দায়িত্ব ছেড়ে দেন জাদেজা। এমনটাই জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *