শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্যুলেটিনের তথ্য অনুযায়ী, আজ শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া ময়মনসিংহে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৬ ডিগ্রি দশমিক ৮ সেলসিয়াস, সিলেটে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১১ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৩ দশমিক ২ এবং বরিশালে ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ ছাড়া পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আবার বাড়তে পারে।
এবার ধীরে ধীরে শীত বিদায় নেবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। মেঘ বৃষ্টির পর তাপমাত্রা কিছু জায়গায় কমলেও নতুন করে শৈত্যপ্রবাহ আর দেখা যাবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও উত্তরের জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে শীঘ্রই এটি কমে আসবে-বলছে আবহাওয়া অফিস। অফিস আরও জানায়,রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের বেলা অপরিবর্তিত থাকবে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।