আফগানিস্তানকে উড়িয়ে দিল আফিফ-মিরাজ
নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ
ম্যাচ শেষে মিরাজ বলেন, আত্মবিশ্বাস থাকলে মানুষ যে অসাধ্যকেও বাস্তবে রুপ দিতে পারে আজ তাই প্রমাণিত হল। তিনি জানান, আফিফ আর তার বিশ্বাস ছিলো এই ম্যাচ এখনো ফেরা সম্ভব। তাদের এই বিশ্বাসের কারণে আজ বাংলাদেশ জিততে পেরেছে বলে জানান ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া মিরাজ।
আফগানিস্তানে বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এমন বিপর্যয়ের মুখে বাংলাদেশের হাল ধরেন তরুন দুই ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। তাদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত চার উইকেটে জিতলো বাংলাদেশ। অপরাজিত থেকে দলকে জিতিয়ে ৭ম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের পার্টশীপের রেকর্ডও গড়ে ফেললো দলের এই দুই তরুন সম্ভাবনাময় ক্রিকেটার। নিশ্চিত হারা ম্যাচকে জিতিয়ে মাঠ ছাড়লেন তারা। এই জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২১৫ রানে তিন বল বাকি থাকতে অলআউট হয় আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন নাজিবুল্লাহ জাদরান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৯.১ ওভারে ৩৫ রান দিয়েছেন তিনি। এছাড়া তাসকিন, সাকিব ও শরিফুল যথাক্রমে ২টি করে উইকেট নিয়েছেন। অন্য একটি উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ।
জয়ের জন্য ব্যাট করতে নেমে ৫০ রানের আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন লিটন দাস। লিটনের পর একই ওভারে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। পাঁচ বলে তিন রান করে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন মুশফিকুর রহিম। বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। ১৫ বলে ১০ বলে মুজিব উর রহমানের বলে আউট হন সাকিব আল হাসান। এর পর ৮ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। আসা যাওয়ার এই দৃশ্যের পর নতুন বাংলাদেশ দেখলো ক্রিকেট বিশ্ব। দলের বিপর্যয়ে আফগান বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। শেষ পর্যন্ত আফিফ হোসেন ৯৩ ও মেহেদি হাসান মিরাজ ৮১ রানে অপরাজিত থেকে মাথা উচু করে মাঠ ছাড়েন তারা।