আড়াই কেজি স্বর্ন সহ ঢাকা গাজিপুরের একজন আটক।
চুয়াডাঙা প্রতিনিধি মনিরুজ্জামান ধিরু,শীর্ষ নিউজ ২৪ ডটকম
চুয়াডঙার দর্শনা সুলতানপুর বিজিবির সৈনিকেরা স্হানীয় জেলার হঠাৎপাড়া রেলগেট থেকে আড়াই কেজি স্বর্নের ৪টি বার সহ ঢাকা গাজিপুরের এক চোরাকারবারিকে আটক করেছে।।মামলা হয়েছে।। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙা বিজিবির হেড কোয়াটার থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর সাংবাদিকদের জানিয়েছেন।
বিজিবি জানায় বৃহস্পতিবার সকালের দিকে গোপন সংবাদ পেয়ে দর্শনা সুলতানপুর ক্যাম্পের বিজিবির টহলদল দর্শনা হঠাৎপাড়া রেল গেটের কাছে বাসস্টান্ডে অবস্হান করেন।এ সময় একজন লোক একটি লোকাল বাস থেকে স্টান্ডে নেমে বিজিবি দেখে পালানোর চেস্টা করে।বিজিবি তাকে ধরে তল্লাশি করে।
পরে তার মাজায় গামছা দিয়ে মোড়ানো ৪ টি স্বর্নের বার উদ্ধার করে।বিজিবির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম জানান আটক ব্যাক্তি ঢাকা গাজিপুরের টংগি থানার মনুনগর গ্রামের শ্রী হরি সাধন পোদ্দারের ছেলে কুসুম সাধন পোদ্দার(৪৫)।
চুয়াডাঙা ব্যাটালিয়নের ৬- বিজি্িবির অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান আটক স্বর্নের বাজার মুল্য ২কোটি ২ লাখ টাকা ধরা হয়েছে এবং আসামী দর্শনা থানায় সোপর্দ পুর্বক মামলা দেয়া হয়েছে।