আজ শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী

আজ শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী

আজ (২১ অক্টোবর ) শনিবার দুর্গাপূজার মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দের জোয়ার। পূজা অর্চনা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজনে ৪ দিন মেতে থাকবেন তারা। মা দুর্গা দেবীর আগমন পূর্বাহ্নের মধ্যে সপ্তমী বিহিত পুজা অনুষ্ঠিত হবে।

এবার মা দুর্গা ঘোটকে এসেছেন, যাবেনও ঘোটকে। তার মানে হচ্ছে সবকিছু ছত্রভঙ্গ হবে।

নগরীর পরেশনাথ মন্দির, গুপ্তপাড়া মন্দির শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির, সেনপাড়া মন্দির, ক্ষত্রিয় সমিতি মন্দির, দাস পাড়া মন্দির সহ বিভিন্ন মন্দির সহ রংপুরের বিভিন্ন উপজেলায় অত্যন্ত উৎসাহ – উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গা পূজা শুরু হয়েছে।

ধীমাণ ভট্টাচার্য সভাপতি, বাংলাদেশ ব্রাক্ষ্মণ পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি।বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ রংপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি,ধীমাণ ভট্টাচার্য বলেন,

মহাষষ্ঠীর সকালের কল্পারম্ভ। আমরা সংকল্প করলাম, যে পূজা করব। আমরা কল্পনা করছি দেবী বিল্ববৃক্ষে এসেছেন। তাকে আমরা করেছি। এটাই কল্পারম্ভ। বোধন এবং অধিবাসের মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরও বলেন, সব প্রতিকূলতায় তিনি যেন আমাদের শক্তি যোগান।

বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ‍্যমতে, এ বছর সারা দেশে ৩২ হাজার ৪০৮টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামীকাল রবিবার মহা অষ্টমী এদিন হবে সন্ধিপূজা। সোমবার সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহা নবমী পূজা এবং মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *